নিকোলার এর উপকারিতা

নিকোলার

শরবত হায়াতীন মুরাক্কাব


উপাদান:

Ambra grasea আবে আঙ্গুর শিরীন (মিষ্টি আঙুরের রস)
Vitis vinifera আবে লেমন (লেবুর রস)
Citrus aurantifolia শরবত আমরূদ (পেয়ারার শরবত)
Psidium Guyava মগজ ঘিকওয়ার (ঘৃতকুমারীর মজ্জা)
Aloe indica হায়াতীন আলিফ (ভিটামিন )
Retinol Palmitate হায়াতীন আওয়াল (ভিটামিন বি১)
Thiamin Hydrochloride হায়াতীন বা দোআম (ভিটামিন বি২)
Riboflavin 5 Phosphate হায়াতীন বা সােআম (ভিটামিন বি৬)
Pyrodoxine Hydrochloride হায়াতীন দাল (ভিটামিন ডি)
Cholecaciferol হায়াতীন আইন (ভিটামিন )
Tocopherol acetate নমক তাম্বাকু (নিকোটিনামাইড)
Nicotnamide Niacin ১৩. কালসিয়া নওরী



বর্ণনা: সিরাপ নিকোলার (Nicolar) প্রাকৃতিক ভেষজ উপাদানের সহিত সংশ্লেষিত ভিটামিন সংযােগে প্রস্তুত। সিরাপ নিকোলার (Nicolar) - রয়েছে আম্বরের মত ভেষজ উদ্ভিদ যার প্রধান সক্রিয় উপাদান অ্যামব্রেইন, এপিকোলােস্টানল, কোপ্রােস্টানল প্রাকৃতিক স্টেরয়েড অ্যামব্রেইন স্নায়ুতন্ত্রকে উদ্বীপ্ত করে ইহা মানবদেহে বিভিন্ন ধরনের অ্যান্টেরিয়র পিটুইটারী হরমন এবং টেস্টোস্টেরন হরমন এর মাত্রা বৃদ্ধি করে সিরাপ নিকোলার (Nicolar) -এর মধ্যে রয়েছে ঘৃতকুমারীর মজ্জা যা মানুষের দেহের সাধারণ দুর্বলতা প্রধান অঙ্গ সমূহের দুর্বলতা দুর করে এছাড়াও ঘৃতকুমারী সেবনের ফলে পরিপাকতন্ত্রের বিপাকীয় কার্যে সহায়তা করে ঘৃতকুমারীর পাতার জেল থেকে পাওয়া শর্করা অংশ এসিম্যানান এর বেশকিছু থেরাপিউটিক গুণাগুণ আছে যা ক্ষত পূরণ, ইমন উদ্বীপ্তকরণ, ক্যান্সারের ভাইরাসীয় প্রভাব প্রতিরােধ করতে সক্ষম হয় সিরাপ নিকোলার (Nicolar) এর মধ্যে ইমুনােমডুলেটর থাকায় চর্মে আন্ট্রাভায়ােলেট-বি সৃষ্ট ইমনকে দমন করতে পারে ইহা ছাড়াও সিরাপ নিকোলার (Nicolar)  রােগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভিটামিন, , বি, সি, ডি, -এর অভাব দুর করে

কার্যকারীতা : সাধারণ দুর্বলতা, প্রধান অঙ্গসমূহের দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, সহজাত দেহশক্তির অভাব, রোগ প্রবণতা, বিভিন্ন বিশেষতঃ ভিটামিনবি এর অভাবজনিত উপসর্গ

সেবন মাত্রা প্রাপ্ত বয়স্ক : ১০মিলি. দিনে - বার শিশু ৫মিলি, দিনে - বার অথবা চিকিত্সকের পরামর্শ অনুযায়ী সেব্য

পার্শ্বপ্রতিক্রিয়া এখন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই

পরিবেশনা ৪৫০ মিলি. প্লাষ্টিক এ্যাম্বার বোতল


 সর্বোচ্চ খুচরা মূল্য: 360 টাকা ।।

6 Comments

  1. স্যার আমি নিকোলার নিতে চায় আপনাদের সাথে যোগাযোগ
    করবো কিভাবে????????

    ReplyDelete
  2. ১২০পিচ নিকোলার,০১৭৩১৭৭০৭৮২ মুসতাক

    ReplyDelete
  3. কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবো

    ReplyDelete
  4. আমি আপনাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই আপনাদের কন্টাক্ট নাম্বার টা দিবেন দয়া করে

    ReplyDelete
Post a Comment